Home

প্রধান শিক্ষক

মোঃ ইসমাইল হোসেন

 
 
 
 

খানপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শেরপুর, বগুড়া একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। মানুষের মৌলিক চাহিদাসমূহের অন্যতম হলো শিক্ষা। আর শিক্ষার মূল উদ্দেশ্য হলো মনুষ্যত্ব অর্জন। মানসম্মত শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। একটি জাতির জন্য আদর্শ মানুষ তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যুগোপযোগি ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান-ই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের সকল স্তরে তথা কর্মময় বাস্তব জীবনে চলার পথে পাথেয় হিসেবে তাদের মধ্যে নৈতিকতা ও শৃঙ্খলাবোধ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। পাঠ্যসূচির সহগামি ও সম্পূরক কার্যক্রমের আওতায় মূল্যবোধসমূহ জাগ্রতকরণ, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জনের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার লক্ষ্যে ১.৫ একর জায়গায় দুই তলা বিশিষ্ট একাডেমিকভবন ও প্রয়োজনীয় উপকরণ সমৃদ্ধ খানপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, শেরপুর, বগুড়া স্থাপিত। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক অনুমোদিত। প্রতিষ্ঠানের EIIN- 119742 ।

ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ সাধন এবং প্রতিষ্ঠানের মান-উন্নয়নের জন্য প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও শিক্ষকমণ্ডলী সদা সচেষ্ট। আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।

Scroll to Top